দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় মোটরসাইকেল  মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত 

46
পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি: পাইকগাছায় মোটার সাইকেল মুখোমুখি সংঘর্ষে  দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন  পাইকগাছা-খুলনা প্রধান  সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার  কপিলমুনি ইউপি’র মালথের আবুল শেখের ছেলে রুহুল আমিন (৩০) ও একই এলাকার কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১)।  আহত হুসাইন (২২) কয়রা উপজেলার আমাদি ইউপি’র হরিহরনগরের আব্দুস সালাম গাজীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে নিহত রুহুল আমীন ও ফিরোজ  পাইকগাছা মৎস্য আড়ৎ এর কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তারা গদাইপুর ফুটবল মাঠের কাছে পৌছে গো খাদ্য  বিচালী বোঝায় নছিমন অতিক্রম  করার সময় বিপরীত দিক থেকে আসা হুসাইন গাজী’র মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ৩ জন গুরুতর ভাবে আহত হয়।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ  ইব্রাহীম গাজী জানান, পথচারিরা  মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করেন। ২ জনের অবস্থা  আশঙ্কা জনক  হওয়ায় উন্নত চিকিৎসার খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পথিমধ্যে তালার কাছাকাছি পৌঁছালে রুহুল আমিন ও ফিরোজের মৃত্যু হয় বলে জানা যায়। মোটরসাইকেল  দুর্ঘটনায় হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বলে থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.