দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় দুই’শ চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান

23

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় বিনামূল্যে দুই’শ চক্ষু রোগীকে চশমা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার চাঁদখালীর শাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মরহুম সুরত আলী খান ও তার পরিবার বর্গসহ এলাকার সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় স্থানীয় আব্দুল মাজেদ মাষ্টার ও তার ছেলে সফিউর রহমান খান বুলু বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান ক্যাম্পের আয়োজন করে।

দিনভর পরীক্ষা শেষে দুই’শ চক্ষু রোগী কে চশমা প্রদান করা হয়। চক্ষু ক্যাম্প সার্বিক তদারকি করেন সফিউর রহমান খান বুলু। পরীক্ষা ও চশমা প্রদান করেন শুক্লা মন্ডল, মিনতি হালদার, রত্না গোলদার ও লিমা বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হেলাল উদ্দিন, ব্র্যাক ব্রাঞ্চ ম্যানেজার রাশিদুর জামান, হাসান তালুকদার। স্বেচ্ছাসেবক ছিলেন আব্দুল মান্নান, মেহেদী হাসান, খালিদ হাসান, ইউনুস গাইন, জোবায়ের খান, ওলি উল্লাহ, আব্দুল মজিদ সানা, মনি গাজী, আরিফুল ইসলাম, নজরুল ইসলাম, আসাবুর রহমান, জুনায়েদুর রহমান ও সাজিদুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.