দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

41

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি:পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদদের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে চাঁদখালী ও শ্রীকন্ঠপুর দুই জুলাই শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান, ওসি রিয়াদ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, জুলাই আহত যোদ্ধা রজব আলী গাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, প্রভাষক আবু সাঈদ, এনসিপি’র উপজেলা সমন্বয়ক হাফিজ বিন আমিন, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষার্থী অহনা রহমান, সাজিদুর রহমান ও তুরানি আক্তার রাসা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা ও এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে হতাহত ছাত্র জনতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.