দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

13

পাইকগাছা ( খুলনা) উপজেলা সংবাদদাতা:খুলনার পাইকগাছায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলন কে কেন্দ্র করে ২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড ও উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরাম এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। শেখ সাদেকুজ্জামান এর সভাপতিত্বে ও উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন অখিল কুমার মন্ডল, মানিক ভদ্র, বিশ্বনাথ ভট্টাচার্য,

সাংবাদিক আলাউদ্দিন রাজা, সুভাষ মন্ডল, শাহিদা আক্তার, লিয়াকত আলী ও মানিক লাল বসু। মানববন্ধনে বক্তারা কার্বন নির্গমন কমিয়ে আনতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। এছাড়া বক্তারা বাংলাদেশে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন বোর্ড গঠন, বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.