দীর্ঘ বিরতির পর আবারও চালু হলো ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল। রবিবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টায় কলকাতা থেকে চীনের গুয়াংঝু শহরের উদ্দেশে প্রথম ফ্লাইট পরিচালনা করে ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো।
এটি ছিল পাঁচ বছর পর দুই দেশের মধ্যে প্রথম সরাসরি ফ্লাইট। ইন্ডিগো জানিয়েছে, প্রাথমিকভাবে কলকাতা-গুয়াংঝু রুটে দৈনিক ফ্লাইট পরিচালনা করা হবে, আর নভেম্বর থেকে নয়াদিল্লি থেকে সাংহাই ও গুয়াংঝু রুটেও অতিরিক্ত ফ্লাইট চালু করার পরিকল্পনা রয়েছে।
ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং এক্স (পূর্বে টুইটার)-এ এক পোস্টে লিখেছেন, “চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তবতা।”
দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ ২০২০ সালে সীমান্ত সংঘাতের পর বন্ধ হয়ে যায়। লাদাখ সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের পর রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলতে থাকে, যার প্রভাব পড়ে বাণিজ্য ও যোগাযোগেও। তবে সাম্প্রতিক সময়ে সম্পর্কের উত্তেজনা কিছুটা কমে আসায় দুই দেশ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে।
ভারত সরকার জানিয়েছে, নতুন করে ফ্লাইট চালু হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদক্ষেপ দক্ষিণ ও পূর্ব এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধির দিকেও গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।