দৈনিক খুলনা
The news is by your side.

পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে কারাদণ্ড।

151

খুলনা জেলার কয়রা উপজেলার কয়রা বাজারে পচা ও অস্বাস্থ্যকর মাংশ বিক্রির অভিযোগে সিদ্দিক মোড়ল (৪২) নামের এক মাংস বিক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা ও দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কয়রা বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলি বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে ১ নং কয়রা গ্রামের রহিম মোড়লের ছেলে সিদ্দিক মোড়ল ও আব্দুল গফুর তার দোকানে পচা ও বাসি মাংস বিক্রি করে আসছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে কয়রা বাজার থেকে মাংস কিনে নিয়ে যান আব্দুর রবসহ আরও কয়েকজন। বাসায় গিয়ে মাংসের প্যাকেট খুলতেই দুর্গন্ধ বেরিয়ে আসে। পরে ওই মাংস দোকানে নিয়ে আসলে মাংস বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়।পরবর্তীতে কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম অবহিত হয়ে স্থানীয়দের সহায়তায় মাংস বিক্রেতাকে ঘিরে রাখে। পরে ইউএনওকে খবর দিলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস বলেন, “খবর পেয়ে মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দশ দিনের জেল ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এরকম অভিযান অব্যাহত থাকবে।”

Leave A Reply

Your email address will not be published.