দৈনিক খুলনা
The news is by your side.

নৌকা সরিয়ে পুলিশের নতুন লোগো চূড়ান্ত

105

রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ পুলিশের চেহারায় বড় পরিবর্তন আসছে। ইউনিফর্মের রঙ বদলের আলোচনার মধ্যেই এবার পরিবর্তন করা হচ্ছে পুলিশের বহু পুরোনো লোগো। লোগো থেকে বাদ পড়ছে ঐতিহ্যবাহী পালতোলা নৌকা। জায়গা নিচ্ছে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ, আর নিচের রিবন ডিসাইনের মধ্যে লেখা ‘পুলিশ’।

পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক নির্দেশনায় নতুন লোগো পরিবর্তনের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রস্তাবিত লোগোটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে এবং দ্রুতই স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

নতুন লোগো চালু হলে জেলা ও ইউনিট পর্যায়ের সব পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ সংশ্লিষ্ট উপকরণে এই লোগো বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।

বর্তমানে ব্যবহৃত লোগোটি সর্বশেষ পরিবর্তন হয়েছিল ২০০৯ সালে। ওই লোগোয় ছিল পালতোলা নৌকা, তার দুই পাশে ধান ও গমের শীষ, ওপরে একটি শাপলা এবং নিচে বাংলায় লেখা ‘পুলিশ’।

তবে ৫ আগস্টের রাজনৈতিক বিপর্যয়ের পর ১১ আগস্ট পুলিশ সদস্যদের ১১ দফা দাবি মানার ঘোষণার সময়ই ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ আগস্ট গঠিত হয় ১০ সদস্যের একটি কমিটি, যাদের দায়িত্ব ছিল নতুন লোগোর চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা।

বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই পরিবর্তন শুধু নকশাগত নয়—এটি একটি প্রতীকী রূপান্তর, যা বদলে দিচ্ছে প্রতিষ্ঠানের পরিচয় ও দর্শন। নতুন লোগো রাষ্ট্রীয় প্রতীক ও কৃষিভিত্তিক পরিচয়ের প্রতিফলন হিসেবেই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে পুলিশের লোগোতে নৌকাকে অনেকেই আওয়ামী লীগের প্রতীক হিসেবে বিবেচনা করতেন।

 

Leave A Reply

Your email address will not be published.