দৈনিক খুলনা
The news is by your side.

নেইমার কি ছিটকে গেলেন?

109

প্রায় এক বছর পর চোট কাটিয়ে ফেরার দ্বিতীয় ম্যাচে আবারও চোট পেয়ে ছিটকে গেছেন আল-হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইস্তাগলালের বিপক্ষে সোমবার পায়ের পেশীতে চোট পান এই ফরোয়ার্ড। ম্যাচটি ৩-০ গোলে জেতে আল-হিলাল।

ম্যাচের ৫৮তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। কিন্তু পুরোটা সময় খেলতে পারেননি। ২০ মিনিটের মাথায় সতীর্থ মার্কাস লিওনার্দোর একটি পাস নাগালে পাননি নেইমার। তখনই পেশীতে টান লাগে তার। সাথে সাথে মাটিতে শুয়ে কাতরাতে থাকেন। এসময় তিনি ডাগআউটে সংকেত পাঠান তাকে তুলে নেওয়ার জন্য।

তার এই চোট কতটা গুরুতর তা হয়ত জানা জাবে ক্লাবের বিবৃতির পর। তবে মনে হচ্ছে এবারের চোট অতটা গুরুতর নয়। চ্যাম্পিয়নস লিগে আল-হিলালের পরের ম্যাচ আগামী ২৬ নভেম্বর। এই সময়ের মধ্যেই নেইমারের সুস্থ্য হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

চোটজর্জর ক্যারিয়ারে গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর শুরু হয় তাঁর পুনর্বাসন প্রক্রিয়া। ঠিক ৩৬৯ দিন পর আবার মাঠে দেখা যায় তাকে।

ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার গত বছরের অগাস্টে সউদী ক্লাবটিতে যোগ দেন। ক্লাবটির হয়ে খেলতে পারেন কেবল ৫ ম্যাচ। এরপর চোটে ছিটকে পড়েন।

এখনও তাকে সউদী প্রো লিগে নিবন্ধন করাতে পারেনি আল-হিলাল। তাই এখনই লিগ ম্যাচে দেখা যাবে না নেইমারকে। তবে এএফসি চ্যাম্পিয়ন লিগে নিবন্ধন করানোয় সেখানে খেলতে বাধা নেই।

Leave A Reply

Your email address will not be published.