দৈনিক খুলনা
The news is by your side.

নির্বাচিত হতে পারলে টেকশই বেড়িবাঁধ ও সুপেয় পানির ব্যবস্থার প্রতিশ্রুতি : বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন

32

সাতক্ষীরা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন জনসভায় বলেন, আগামী নির্বাচনে বিএনপি ধানের শীষে নির্বাচিত হতে পারলে এক বছরের মধ্যে উপকূলীয় উপজেলা আশাশুনির জন্য পরিকল্পিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবো, জলবদ্ধতা নিরসনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ, উপকূলবাসীর জন্য সুপ্রিয় পানির ব্যবস্থা গ্রহণ এবং আশাশুনি উপজেলায় ইকোনমিক জোন করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (২২ নভেম্বর) বিকালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজন আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে কাজী আলাউদ্দিন এসব কথা বলেন।

সাতক্ষীরার আশাশুনি বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মো. নুরুল হক খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।

জন সভায় প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন , আশাশুনি উপজেলার মা-বোনদের, ঢাকা – গাজীপুরে যেয়ে গার্মেন্টসে চাকরি করা লাগবে না, আমি নির্বাচিত হতে পারলে এই আশাশুনিতে কর্মসংস্থানের ব্যবস্থা করব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আমিনুর রহমান মিনু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স.ম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আব্দুর রশিদ মিয়া, মোঃ আব্দুল আলিম, আজারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আনুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাষ্টার বশির আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ছোট, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা তাতিদলের সভাপতি আমির হোসেন বাদশাহ, উপজেলা কৃষকদলের সভাপতি মো: লিয়াকত হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মো: নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরে আলম সোরয়ার লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আছাদুল ইসলাম আছাদ প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.