নিবন্ধিত ৫৫ দল, কার্যকর প্রতিদ্বন্দ্বী মাত্র ১ টি নির্বাচনের ভবিষ্যৎ কোন পথে
(আসন্ন নির্বাচন ও আস্থার সংকট)
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে মোট ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এই বিপুল সংখ্যার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল জাতীয় রাজনীতিতে বাস্তবসম্মত প্রভাব ও জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। সম্প্রতি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হওয়ায়, বিএনপি এখন কার্যত একমাত্র বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে রাজনৈতিক ময়দানে টিকে আছে।
নিবন্ধিত অন্যান্য দলগুলোর সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা কিংবা রাজনৈতিক প্রভাব তুলনামূলকভাবে দুর্বল হওয়ায় বিএনপির সমমর্যাদার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বর্তমানে বাংলাদেশে নেই। এমন পরিস্থিতিতে দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি একতরফা সংখ্যাগরিষ্টতা অর্জন করবে।
এমন বাস্তবতায় যদি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে গত ১৭ বছরের ঘটনার ধারাবাহিকতায় নতুন কিছু ঘটার সম্ভাবনা ক্ষীণ।
বাংলাদেশের জনগণ যেমন চায় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, তেমনি বহিঃবিশ্ব, বিশেষ করে গণতন্ত্রে বিশ্বাসী দেশগুলোও বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। এছাড়া, আগামী জাতীয় নির্বাচন যদি সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়, তাহলে তা গত ১৭ বছরে অনুষ্ঠিত নির্বাচনের তুলনামুলক মৌলিক পার্থক্য এবং গুণগত ব্যাবধান ফুটিয়ে তুলবে। যা দেশের গণতন্ত্র চর্চায় বিশ্বাসযোগ্য মাইলফলক সৃষ্টি করবে। ফলে দেশে জণগনের মধ্যে যেমন আস্থা ফিরিয়ে আনবে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বর্তমান প্রেক্ষাপটে দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে, বিগত সময়ের মতো কিছু দল বা গোষ্ঠী নির্বাচনের দিনে ভোট বর্জনের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। যদিও এদের দ্বারা ভোটের ফলাফল প্রভাবিত হবেনা এটা সবাই জানবে, কিন্তুু এরা নির্বাচনকে কেন্দ্র করে ভিন্নধারার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা চালাতে পারে।
ফলে নির্বাচনে বিচ্ছিন্ন সহিংসতা বা রাজনৈতিক বিশৃঙ্খলাকে ইস্যু করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই নির্বাচনকে প্রহসনের রূপে উপস্থাপন করা হতে পারে। পূর্ববর্তী ১৭ বছরের নির্বাচন যেমন নানা বিতর্কে ঘেরা ছিল, তেমনি এবারও ডকুমেন্টারি, প্রতিবেদন বা বিশ্লেষণে সেই একই ভাষ্য পুনরাবৃত্তি হতে পারে।
খালিদ হাসান
উন্নয়ন, মানবাধিকারকর্মী ও তৃণমূল রাজনীতি বিশ্লেষক