দৈনিক খুলনা
The news is by your side.

নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করুন সহযোগিতা করব আমি….তালায় ডিসি মোস্তাক আহমেদ

62

এম এম জামান মনি পাটকেলঘাটা থেকে:উপজেলা রহিমাবাদ গ্রামে একমত বিনিময় সবাই সাতক্ষীরা জেলা প্রশাস মুস্তাক আহাম্মেদ বলেছেন, আপনারা গ্রামবাসী নিজেরাই ঐক্যবদ্ধ হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করুন আমি সহযোগিতা করব।

আপনাদের গ্রামকে আপনারা মাদক মুক্ত রাখুন, মামলা মুক্ত রাখুন। ছোটখাটো সমস্যা গ্রাম্য মাতব্বরের মাধ্যমে সালিশের মাধ্যমে সমাধান করুন। তাহলেই আপনারা গ্রামবাসী আদর্শ গ্রাম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তালা উপজেলার সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ । গতকাল বিকালে তালার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপা রানী সরকার এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি বলেন: রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রামের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। উন্নয়ন কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন কাদের।এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. মাইনউদ্দিন,জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,সাবেক আমির মুহাদ্দিস রবিউল ইসলাম,জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক,জালালপুর ইউপি চেয়ারম্যান মফিজুল হক লিটু,তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক,তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম,উপজেলা জামায়াত আমির মাওঃ মফিদুল্লাহ,বিএনপির উপজেলা যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ,যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের প্রমুখ।

সভা শুরুর আগে জেলা প্রশাসক বিদ্যালয় মাঠে একটি হরতকি গাছের চারা রোপণ করেন, যা সবুজায়নের প্রতীক হিসেবে দৃষ্টিগোচর হয়।
বক্তারা রহিমাবাদকে একটি পরিচ্ছন্ন, উন্নত ও পরিবেশবান্ধব আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিভাবে রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা যেতে পারে তার দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন আমি স্যারকে পেয়েছি স্যারের সহযোগিতায় তালা উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো

Leave A Reply

Your email address will not be published.