দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা নাটকের অবসান ঘটল! অবশেষে বাংলাদেশ নারী ফুটবল দলের ১৮ বিদ্রোহী ফুটবলার কোচ পিটার বাটলারের অধীনেই অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ (রোববার) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার নিশ্চিত করেছেন, ‘আমি আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে।’
তবে এখনই ক্যাম্পে যোগ দিচ্ছেন না সাবিনা-ঋতুপর্ণারা। আসন্ন সংযুক্ত আরব আমিরাত সফরেও থাকছেন না এই ১৮ ফুটবলার। ছুটি শেষে তারা ক্যাম্পে ফিরবেন বলে জানান মাহফুজা, ‘ক্যাম্প বন্ধ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর সিনিয়র মেয়েরা ফিরে এসে আবার অনুশীলন শুরু করবে।’
বিদ্রোহের সূচনা হয়েছিল ৩০ জানুয়ারি, যখন ফুটবলাররা বাফুফে ভবনের সামনে তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ প্রকাশ করেন এবং কোচ না বদলানো হলে একযোগে অবসরের হুমকি দেন।
পরিস্থিতি সামাল দিতে বাফুফে দ্রুত সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়। এরপর একাধিক দফায় আলোচনার পরও সিদ্ধান্ত বদলাতে রাজি ছিলেন না বিদ্রোহী ফুটবলাররা।
অবশেষে আজ সবাই পুরোনো অবস্থান থেকে সরে এলেন। তবে জাতীয় দলের পরবর্তী দুই ম্যাচে—২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে—বিদ্রোহী ১৮ ফুটবলার স্কোয়াডে থাকছেন না।
ফুটবলের মাঠে ফেরার এই সিদ্ধান্ত বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যতের জন্য বড় স্বস্তি, তবে কোচ বাটলার ও ফুটবলারদের সম্পর্ক কতটা মসৃণ থাকবে, সেটাই এখন দেখার বিষয়!