দৈনিক খুলনা
The news is by your side.

নানা আয়োজনে খুকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

42

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে(খুকৃবি) তে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের দিবস উদযাপিত হয়েছে। দৌলতপুরস্থ দেয়ানায় মধ্যপাড়ায় অস্থায়ী ক্যাম্পাস-১ এ সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি স্মারক ভিডিও প্রদর্শনী এবং আন্ত:অনুষদ জুলাই গ্রাফিতি প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। সর্বশেষ দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি শেষ হয়। এ সকল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্য গড়ে তোলে।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৪-এর জুলাই মাসে যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল সেটির চূড়ান্ত সফলতা অর্জিত হয় ৫ আগস্ট। তার ধারাবাহিকতায় আজ এক বছর হলো আমরা স্বৈরশাসনমুক্ত হয়েছি। এই অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল শোষণহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা। এটি এখনো বাস্তবায়িত না হলেও এর যাত্রা প্রক্রিয়াধীন রয়েছে। তার জন্য এখনো অনেক কাজ বাকি আছে। আমরা আশা করবো বর্তমান সরকার, রাজনৈতিক দল, সুশীল সমাজ সবাই মিলে সে আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য যথাযথ বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। তবেই জুলাই অভ্যুত্থানে যারা আত্মোৎসর্গ করেছেন তাদের রুহ শান্তি পাবে।

ট্রেজারার তার বক্তব্যে বলেন, ৫ই আগস্টের আজ এক বছর পূর্তি। আমি সশ্রদ্ধচিত্তে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আজকের এই দিনে ২৪-এর বিজয়ী সকলকে, বিশেষ করে খুকৃবি পরিবারের বিজয়ীদের জানাই লাল সালাম ও অভিনন্দন।

Leave A Reply

Your email address will not be published.