দৈনিক খুলনা
The news is by your side.

নববর্ষকে স্বাগত জানিয়ে চিতলমারী বিএনপি’র আনন্দ শোভাযাত্রা

22

বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে। এ উপলক্ষে সোমবার (১ বৈশাখ) বেলা ১২ টায় এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, জেলা বিএনপি সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. অসীম কুমার সমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নওয়াব আলী ও চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোক্তার সরদার প্রমূখ।

শোভাযাত্রা থেকে ফিলিস্তিনের গাজায় নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা জানানো হয়।

Leave A Reply

Your email address will not be published.