নতুন কুড়ি নৃত্যে অনুষ্ঠানে খুলনা বিভাগে প্রথম স্থান হয়ে সমগ্র দেশের চূড়ান্ত তালিকায় সাতক্ষীরার গৌরব উষসী মজুমদার
এম এম জামান মনি পাটকেলঘাটা থেকে :নতুন কুঁড়ি ২০২৫। নৃত্যে পাটকেলঘাটার কৃতি সন্তান সাতক্ষীরার গৌরব উষসী মজুমদার এবার খুলনা বিভাগের উত্তীর্ণ হয়ে সমগ্র দেশের চূড়ান্ত তালিকায় অংশগ্রহণের গৌরব অর্জন করেছেন । উষসী মজুমদার এর মা শিল্পী মজুমদার জানিয়েছে, মেয়ের বয়স যখন
তিন বছর, ঠিক তখন তার মা শিল্পী মজুমদার পাটকেলঘাটা খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদে উষসীর শিল্পী গুরু নাহিদা পান্নার কাছে নৃত্য শেখানোর জন্য নিয়ে যেতেন।
এভাবে তিন চার বছর শিক্ষা গুরুর সবক নিতেন। বয়স অনুযায়ী তার পরিবার ক্যালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু হয় তার প্রাথমিক শিক্ষা জীবন। চলতে থাকে একদিকে লেখাপড়া অন্যদিকে বিভিন্ন একুশে ফেব্রুয়ারি ২৬ শে মার্চ সহজ জাতীয় বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ। স্কুল জীবনে তার পাঁচটি বছর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ছিল তার সফলতার একটি সিঁড়ি।
তার প্রাথমিক বিদ্যালয় শিক্ষাগুরু তালা উপজেলার স্বনামধন্য রোভার স্কাউট এবং ক্রীড়া প্রিয় হিসাবে পরিচিত মোঃ অলিউর রহমানের কাছে সংস্কৃত অঙ্গনের কোন এবং ক্রীড়া বিষয়ে প্রশিক্ষণ নিতে থাকেন। একাডেমিতে নৃত্যের শিক্ষাগুরু পাননা অন্যদিকে স্কুলের শিক্ষাগুরু অলিয়ার দুজনেই আপন মহিমায় তৈরি করেন শিশু শিল্পী উষসি মজুমদারের।
এদিকে প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক অলিয়া রহমান আমাদের প্রতিবেদককে জানান, অত্যন্ত মেধাবী উষসী মজুমদার তার নৃত্যে সমগ্র তালা উপজেলায় সেই শিশু শিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম ছড়িয়ে পড়ে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অংশ নিয়ে অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করে।
এদিকে পঞ্চম শ্রেণী পাস করে স্থান ও কুমিরা মাধ্যমিক বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। মাধ্যমিক বিদ্যালয় চলতে থাকে তার তুমুল প্রতিযোগিতা। একদিকে লেখাপড়া অন্যদিকে অনুষ্ঠান। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করে উপজেলা পর্যায় ও তার সফলতা দাবি রাখে।
সেই একাধিক বার তালাহু জেলা বিভিন্ন অনুষ্ঠানে প্রথম স্থান অধিকার করার পুরস্কার গ্রহণ করেছে অন্যদিকে সাতক্ষীরা জেলায় বিভিন্ন স্কুল প্রতিযোগিতার অনুষ্ঠানে সফলতা স্থান অধিকার করার ঘরোয়া বর্জন করে।
শুধু এখানেই শেষ নয় খুলনা বিভাগে বিভিন্ন অনুষ্ঠানে সে প্রথম স্থান অধিকার করার অর্জন করে। এদিকে তিনি শাপলা কাপ ইয়াড অর্জন করেছিলেন।
একটি সূত্র জানা গেছে ২০২৩ সালে ৩০ শে মে ভারতে হাইকমিশনার গ্যালারি উদ্বোধন অনুষ্ঠানে এই সাতক্ষীরার পাটকেলঘাটার কৃতি সন্তান উষসী মজুমদার সাংস্কৃতিক অনুষ্ঠানের নৃত্যে অংশগ্রহণ করেছিলেন। সুনাম অর্জন করেছিলেন দেশের গৌরব।
কুমিরা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকা নাজনীন আক্তার কেয়া এ প্রতিবেদক কে জানান, উষসী মজুমদার আর বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং সে বিজ্ঞান বিভাগে শহীদ লেখাপড়া করছেন। তিনি তার মঙ্গল কামনা করেন সর্ব সময়। নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশনের একটি জাতীয় প্রোগ্রাম।
এদিকে তিনি খুলনা বিভাগে প্রথম স্থান অধিকার করে আগামী শুক্রবার ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিবেন এমনটাই ও উষসী মজুমদারের পিতা মজুমদার জানিয়েছেন।
এদিকে ও উষশী মজুমদার বলেন আমি লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনে তিনি নৃত্যে আমার পরিবারের সুনাম অর্জন সহ আমার প্রিয় জন্মভূমির সম্মান রক্ষা করতে পারি এই কামনা তিনি সকলের কাছে করেছেন।