দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে মিছিল ও মানববন্ধন।

21

নড়াইল প্রতিনিধি :সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৯ এপ্রিল দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নড়াইল আদালত চত্ত্বরে এই মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডঃ এস এম আব্দুল হকের সভাপতিত্বে এ সময় নড়াইল আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এডঃ তারিকুজ্জামান লিটু, যুগ্ন সম্পাদক এডঃ আজিজুল ইসলাম, সিনিয়র আইনজীবী এডঃ ইকবাল হোসেন সিকদার, এডঃ মাহবুব মোশেদ জাপল, এডঃ রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন ।

এ সময় তারা , ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগী, বাংলাদেশের গনতন্ত্র হত্যাকারী, একাধিক ফৌজদারি মামলার আসামি সাবেক এই বিচারপতির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারকে ক্ষমতা রাখার জন্য জুডিসিয়াল যত প্রক্রিয়া হয়েছে সবই সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক করেছেন। যেহেতু তিনি জনগনের ভোটের অধিকার হরন করেছে,খর্ব করেছেন তাই তাকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ।

Leave A Reply

Your email address will not be published.