দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলে লোহাগড়ায় সবজি বিক্রেতার হামলায় শ্রমিক নেতা নিহত

101

নড়াইলের লোহাগড়ায় সবজি বিক্রেতার হামলায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন ফকির(৫০) নামে একজন নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ আল-মামুন লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। তিনি নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। অপরদিকে অভিযুক্ত সবজি বিক্রেতা ইদ্রিস মিয়া লোহাগড়া উপজেলার গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৪ টার দিকে আব্দুল্লাহ আল মামুন আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। আলুর দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সবজি বিক্রেতা ইদ্রিস মিয়া ক্রেতা মামুনের মাথায় দোকানের গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃআশিকুর রহমান জানান, এ ঘটনার পর অভিযুক্ত সবজি বিক্রেতা ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.