মিথ্যা বিজ্ঞাপন ও অসত্য তথ্য দিয়ে পোষাকজাত পণ্য বিক্রি করায় নড়াইলে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান অভিযান চালিয়ে নড়াইল সদরের প্রধান বাজার রূপগঞ্জ এলাকায় ইউনিক ফর এভার এবং বি-বন্ড নামের এ দুইটি পোশাক বিক্রি প্রতিষ্ঠানকে ২০ (বিশ হাজার) টাকা জরিমানা করেন।
এ সময় ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, ইউনিক ফর এভার এবং বি-বন্ড নামের প্রতিষ্ঠান দুইটি ঈদকে সামনে রেখে ক্রেতা-সাধারণকে মিথ্যা ও লোভনীয় বিজ্ঞাপনসহ মনগড়া ডিসকাউন্ট প্রদর্শন করে ক্রেতা সাধারণকে ঠকাচ্ছে বলে আমরা প্রমাণ পেয়েছি। তাদের প্রতিষ্ঠানে ৫০% ও ৪০% ডিসকাউন্ট প্রদর্শনের বিপরিতে তারা আমাকে কোন কাগজপত্র দেখাতে পারেনি এবং পোষাকের গায়ে ট্যাগে বিভিন্ন অসত্য তথ্য দিয়ে প্রদর্শন করেছে। এর স্বপক্ষেও ওই দুটি প্রতিষ্ঠান কোন লিগাল ডকুমেন্টস আমাকে দেখাতে পারেনি। এসব অপরাধে এ দুইটি প্রতিষ্ঠানকে ভোক্তার অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ২০ (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের সর্তক করে দেয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
এ সময় নড়াইল জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, ক্যাব সদস্য স্বপ্না রানী রায়, ক্যাব সদস্য হাসিবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারি বিউটি খানম, ৩ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।