দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

92

নড়াইলে ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) নড়াইল শহরের শহরের এলিট কুজিন রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় এনপিপির নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন খানের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. ড. ফরিদুজ্জামান ফরহাদ।

এ সময় এনপিপি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী শওকত আলী, প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. বেলাল আহম্মদ, জেলা এনপিপির সহসভাপতি মো. হাফিজ শিকদার, নড়াইল জেলা যুবদল সভাপতি মো. মশিয়ার রহমান, নড়াইল জেলা জামায়াতের উপদেষ্টা মো. মাকসুদুর রহমান, নড়াইল জেলা ইসলামি শাসনতন্ত্রের মো. নাসির উদ্দিন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক মো. নান্নু মিয়া সহ এনপিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । দোয়া মাহফিল পরিচালনা করেন নড়াইল টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সানাউল্লাহ।

 

 

Leave A Reply

Your email address will not be published.