৪৯৭টি সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয়করণের (পদ সৃজন) প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন নকল নবিশগন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নড়াইল বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদ জেলা শাখার আয়োজনে, বৃহস্পতিবার সকাল ১১ টায় নড়াইল সাব রেজিস্ট্র কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় নড়াইল শাখার সভাপতি মো.শাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক নাসরিন সুলতানাসহ নড়াইলে কর্মরত ৪০ জন নকল নবীশ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা ৪৯৭টি সাব-রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবীশদের চাকুরী জাতীয়করণের (পদ সৃজন) প্রস্তাবনা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্রুত অর্থ মন্ত্রণালয়ে প্রেরণের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।