নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে চলছে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা। ইতোমধ্যে ঈদের কেনাকাটা শুরু হয়েছে।মেলা কর্তৃপক্ষ জানায়, নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার প্রথম ফেজে কল্যাণ সমিতির মাঠে শিল্প ও বাণিজ্য মেলার জন্য মেট্রোপলিটন পুলিশ অনুমতি দিয়েছে। ৪ ফেব্রæয়ারি থেকে এ মেলা শুরু হয়েছে। মেলায় সবচেয়ে আকর্ষণীয় তাহান টেক্সটাইল নামক খ্রি পিসের প্যাভিলিয়ন। এখানে নানা রকমের থ্রি পিস বিক্রি করা হচ্ছে। মেলা উপলক্ষে দেয়া হয়েছে থ্রি পিসের বিশেষ অফার বলে জানান কোম্পানীর ম্যানিজিং ডিরেক্টর মোঃ দিদারুল ইসলাম। তিনি বলেন, এখানে একটি থ্রি পিস ৫শ’ টাকা। আর তিনটি থ্রি পিস এক সাথে নিলে দাম রাখা হচ্ছে মাত্র ১৩শ’ টাকা। মেলা উপলক্ষে ক্রেতাদের এ ছাড় দেয়া হচ্ছে। মাস ব্যাপি এ মেলায় শিশু, কিশোর, তরুণ তরুণীসহ সকল বয়সের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। পবিত্র রমজান মাস হওয়ায় সন্ধ্যারর পর থেকেই বাড়তে শুরু করে মেলায় দর্শনার্থীর ভিড়। প্রতিদিন মেলা চালু থাকে সকাল ১১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। বানিজ্য মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের শতাধিক স্টল। কুঠির শিল্প, হস্ত শিল্প, রকমারি পোশাক, বিভিন্ন ধরনের আসবাবপত্র বাহারি প্রসাধনী সহ রঙবেরঙের খাবার বিক্রি হচ্ছে স্টল গুলোতে। মেলায় শিশু কিশোরদের জন্য রয়েছে নাগর দোলা, চরকীসহ বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা। এখানে নতুন একটি বিনোদন দ্বিতলা ম্যাজিক নৌকা আনা হয়েছে। এ খেলনা খুলনায় এবারই নতুন। দীর্ঘদিন পরে মাস ব্যাপী বানিজ্য মেলা হওয়াতে উৎফুল্ল খুলনাবাসী এবং মেলায় আসা দর্শনার্থী। মেলায় ঘুরতে আসা দর্শনার্থী হাসান মেহেদী বলেন, বিগত কয়েক বছর আমাদের এলাকায় এই ধরনের মেলা বসে না। এই মেলা বসাতে শিশুসহ আমরা অনেক আনন্দ উপভোগ করছি। শিশুদের বিনোদনের জন্য রয়েছে ম্যাজিক নৌকা, নাগর দোলাসহ হরেক রকমের খেলনা। ম্যাজিক নৌকার মালিক সেলিম রেজা বলেন, এ নৌকায় উঠতে জন প্রতি ৫০ টাকা রাখা হয়। দর্শক সমাকম কম নয় বলে তিনি জানান। ঢাকা দই ফুসকা হাউজের মালিক হিমেল বলেন, তার দোকান থেকে একবার ধই ফোসকা খেলে তাকে বারবার আসতে হবে। কারণ তিনি খুব মজা করে ফুসকা তৈরী করেন বলে দাবী করেন। পিপলস লেদার ইন্ডাঃ তৈরী চামড়ার হরেক রকমের জুতা মিলছে এই মেলায়। দামও ক্রেতাদের হাতের লাগালে। বিক্রেতা হিমু জানান, এখানে নারী পুরুষ সব রকমের চামড়ার জুতা স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে। ৪শ’ টাকা থেকে ১৬ টাকার মধ্যে জুতা মিলছে। এ জুতা খুলনার অন্য কোথাও পাওয়া যাবে না। উল্লেখ্য, খুলনা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহযোগিতায় বগুড়ার মন্টু ইভেন ম্যানেজমেন্ট এ মেলার আয়োজক। মেলায় প্রবেশ মূল্য রাখা হচ্ছে ২০ টাকা করে।