দৈনিক খুলনা
The news is by your side.

ধর্ষকের হোক মৃত্যুদন্ড

কবি মহরম হাসান মাহিম

79

অধঃপতিত পিশাচকুল!
তোমাদের বিভীষিকাময় লালসা—
নারীর অন্তর্দাহে ধিক্কৃত,
মানবজাতির মুখপট ভস্মীভূত করে!

তোমরা রক্তপিপাসু নরাধম,
সভ্যতার শৃঙ্খল ভাঙা অমানবিকের অতিচার!
পৃথিবীর নীতিবহ্নি—
জ্বলুক তোমাদের দেহে অনলপ্রবাহের শুল!

অন্তঃকরণে বিধৃত হোক
অমোচনীয় অপরাধলিপি;
অপরাধের মূল শেকড় উচ্ছেদে
জাগুক নির্মম ন্যায়োচ্চারণ।

শিরশ্ছেদ, দেহচ্ছিন্ন,
প্রাণদাহ, জ্বালামুখের বিস্ফারণ!
এই হোক তোমাদের প্রাপ্য অনুশাসন,
দুঃস্বপ্নের অতল গহ্বরে নিক্ষিপ্ত হও চিরতরে!

অন্তর্লীন করুণা বিস্মৃত,
সম্মানহারা জীবনের কপোতাক্ষে—
পাপের পরিণাম হোক
অভিশপ্ত মৃত্যুর অবিরাম আহ্বান!

শূন্য শ্মশানপটভূমি সাক্ষী থাকুক,
কাঁটার মুকুটে বিধৃত হোক শাস্তি-অর্ঘ্য!
নারীজন্মের শ্রেষ্ঠত্বের অঙ্গীকারে—
ধর্ষকের অবশিষ্টাংশ হোক মৃত্যুদন্ড!

Leave A Reply

Your email address will not be published.