দৈনিক খুলনা
The news is by your side.

ধর্মীয় মূল্যবোধ অনুযায়ী নামকরণ হবে আফগানিস্তানের রাস্তাঘাট

100

আফগানিস্তানে নতুন করে চালু হওয়া সড়ক ও মোড় গুলোর নামকরণ এখন থেকে ধর্মীয় ও জাতীয় মূল্যবোধ অনুযায়ী হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খুবাইব গুফরান। -তোলো নিউজ

আফগানিস্তানের পবিত্র স্থানগুলোর নামকরণ নিয়ে রোববার বৈঠকে বসে দায়িত্বপ্রাপ্ত কমিশন। ওই বৈঠকে রাস্তাঘাটগুলোর নামকরণ নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।

এ ব্যাপারে তালেবান সরকারের এ কর্মকর্তা বলেছেন, “ইসলামিক আমিরাত এবং আফগানিস্তানের নিজস্ব সংস্কৃতির আলোকে, কমিশন তার বৈঠকে নতুন অবকাঠামো যেমন রাস্তা এবং মোড়ের নামকরণ নিয়ে আলোচনা করেছে। এছাড়া সাধারণ মানুষ বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করা নিয়ে যেসব অনুরোধ জানিয়েছেন সেগুলো নিয়েও আলোচনা হয়েছে।”

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, নাম পরিবর্তন করার বিষয়টির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন রাজধানী কাবুলের কিছু বাসিন্দা। আব্দুল হাই মোহাম্মদ নামের এক ব্যক্তি বলেছেন, “এটির ইতিবাচক দিক হলো যেসব মোড়ের নামকরণ যেভাবে খুশি সেভাবে করা হয়েছে, সেগুলো পরিবর্তন করা হচ্ছে আমাদের সাংস্কৃতিক তাৎপর্য অনুযায়ী। তবে অন্যদিকে যারা পুরোনো নামগুলোর সঙ্গে অভ্যস্ত তারা নতুন নাম অনুযায়ী জায়গা চিনতে ভুল করতে পারে।”

মোহাম্মদ দাউদ নামের আরেকজন বলেছেন, “অনেক মোড়ের নামকরণ ব্যক্তির নামে করা হয়েছে। যদি ধর্মীয় ও ইসলামিক অনুযায়ী নামকরণ হয় তাহলে আমি খুবই খুশি হব।”

Leave A Reply

Your email address will not be published.