দৈনিক খুলনা
The news is by your side.

দৈনিক খুলনায় সংবাদ প্রকাশের পর টনক নড়েছে উপজেলা নির্বাহী অফিসারের

90

এম এম জামান মনি পাটকেলঘাটা থেকে :কপোতাক্ষ দু -তীরের পাঁচটি উপজেলার প্রায় ১০ লক্ষ মানুষ কচুরিপানা ও শেওলার কারণে পানিবন্দী হওয়ার আশঙ্কা! শিরোনামে দৈনিক খুলনা পত্রিকা নিউজ প্রকাশের পর টনক নড়েছে তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার এর। সংস্কার হয়েছে কপোতাক্ষে জমে থাকা শেওলা ও কচুরিপানা ।ফিরে এসেছে কপোতাক্ষে জোয়ার ভাটা।

সরে জমিনে দেখা গেছে, উল্লেখ্য ভরা বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা ঢল ও স্রোতের সাথে কপোতাক্ষ নদে কচুরিপানা ও শেউলা জমে জোয়ার ভাটা আটকে গেছে।

ইতিমধ্যে কপোতাক্ষ তীরের যশোর জেলা এবং সাতক্ষীরা জেলার পাঁচটি উপজেলার মধ্যে ঝিকরগাছা উপজেলার পানি সরা, পানিসত্র, বাঁকা, মনিরামপুর উপজেলার খেদাপাড়া, ঝাপা, মসীম নগর, চালুয়াহাটী,কেশবপুর উপজেলার এিমোহনী,সাগরদাড়ী,কলারোয়া উপজেলার দেয়াড়া খোদ্দ,সরসকাটি তালা উপজেলার ধানদিয়া,নগরঘাটা,সরুলিয়া,কুমিরা,খলিষখালী,ইসলামকাটি,,মাগুরা,ওতালা সদরের প্রায়৫শতাধিক বিল তলিয়ে গ্রামেও পানি ওঠতে শুরু করেছে।

মনিরামপুর উপজেলার আ:কাদের,সাগরদাড়ী তুহিন ইসলাম, ধানদিয়া গ্রামের হেলাল এ প্রতিনিধিকে জানিয়েছেন ঝিকরগাছা ও মনিরামপুর উপজেলার বাউড়ে জমে থাকা কচুরিপানা ও শেওলা বৃষ্টির স্রোতে কপোতাকে আসতে শুরু করেছে।

এদিকে অতিরিক্ত কচুরিপানার চাপে মহাকবির সাগরদাড়ী কাঠের সাকোটি গত কয়েক দিন আগে ভেঙে গেছে।

তালা উপজেলার মাগুরা বাজারের কাছে ব্রিজ তৈরি হচ্ছে তার পাশে বাঁশের চরাটের সাকোতে কচুরিপানা আটকে জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে।

এ বাপারে তালা উপজেলার নিবাহী অফিসার দীপা রানী সরকারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন তালা উপজেলার মাগুরা বাজারে অধিনে পানির স্রোত যদি আটকে জোয়ার ভাটা বন্ধ হয়ে যায় জরুরি তার ববস্তা নেওয়া হবে।
তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার তলার মাগুরা এবং ইসলামকাটি পারাপারের জন্য কাঠ এবং বাঁশের সাঁকোটি অপসারণ করার পরে দীর্ঘ মাইলের পরমাইল জমে থাকা শালা ও কচুরিপানা দ্রুত অপসারণ শুরু হয়ে যায়। পহেলা আগস্ট দৈনিক খুলনা অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি সমগ্র এলাকায় টক-আপদা টাউনে পরিণত হয়েছে ব্যবস্থা নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার এদিকে অবতার করে তীরের বিভিন্ন বিলে ডুবে থাকা বিলের জমে থাকা পানি কমতে শুরু হয়েছে বলে আবু সাঈদ নাজমুল হোসেন প্রতিনিধিকে জানিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.