পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।। খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু বলেছেন স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত দেশের জন্য জুলাই গণঅভ্যুত্থানে এদেশের মানুষ জীবন বাজী রেখে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে। বিএনপি জুলাই শহীদের রক্ত বৃথা যেতে দেবে না।
তিনি বলেন ২০০৮ সালে একটি পাতানো নীল নকশার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ কে ক্ষমতায় বসানো হয়েছিল। এরপর তারা ফ্যাসিবাদের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। বিপুল আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতা আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ কে মুক্ত করেছে। মনিরুজ্জামান মন্টু বলেন বিএনপি এদেশে আর কোন পাতানো নির্বাচন হতে দিবে না।
অতীতের ন্যায় ভবিষ্যতে ও জিয়া পরিবার কোন অপশক্তির কাছে মাথা নত করবে না। তিনি বলেন দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য নির্বাচনের কোন বিকল্প নাই। এজন্য যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি।
আগামীতে ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের জন্য বিএনপি কাজ করবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে পাইকগাছা কয়রা সহ দেশবাসীর প্রতি আহবান জানান।
তিনি মঙ্গলবার বিকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত শহীদ মিনারের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক এবং যুগ্ম আহবায়ক আবুল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী, পৌরসভা বিএনপির আহবায়ক আসলাম পারভেজ, বিএনপি নেতা এডভোকেট জিএম আব্দুস সাত্তার, শাহাদাত হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, সুলতান মাহমুদ, শেখ ইমাদুল ইসলাম, তৌহিদুজ্জামান মুকুল, তুষার কান্তি মন্ডল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা আবু তালেব, এডভোকেট একরামুল হক বিশ্বাস, শেখ বেনজির আহমেদ লাল, সেলিম রেজা লাকি, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও এসএম মোহর আলী সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।