দৈনিক খুলনা
The news is by your side.

দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

100

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশ বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এজন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, দুর্নীতির অভিযোগে বিভিন্ন পদমর্যাদার ৮৪ জনকে ইতোমধ্যে এটাচ করা হয়েছে। ৩০-৪০ জনকে বাড়িতে পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।

আজ সকালে গাজীপুর মেট্রোপলিটনের গাছা ও কোনাবাড়ি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন
তিনি বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। এটি নিয়ন্ত্রণে আনতে পারলে দেশ অনেক এগিয়ে যাবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা গ্রহণ অনলাইনে করা হয়েছে। এখন ঘরে বসেই জিডি করা যায়। এতে হয়রানি কমেছে।

রিমান্ডের বিষয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য স্বচ্ছ কাঁচের ঘর তৈরি করা হবে। এতে নির্যাতনের অভিযোগ যাচাই করা যাবে।

৫ আগস্ট পরবর্তী সময়ে হওয়া মামলাগুলোর তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, দোষীদের বিচার হবে। নির্দোষদের শাস্তি থেকে রক্ষা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.