কেশবপুর (যশোর) প্রতিনিধি:যশোরের কেশবপুরে দুধে ভেজাল দেওয়ার অপরাধে তিন ব্যাক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শরীফ নেওয়াজ পাঁজিয়ার পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে ৩ গোয়াল ঘোষকে ওই জরিমানা করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শরীফ নেওয়াজ উপজেলার পাথরঘাটা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের সজ্ঞয় ঘোষের ছেলে জয়দেব (২৫), সন্তোষ ঘোষের ছেলে শয়ন ঘোষ ( ২৭) ও রবীন ঘোষের ছেলে সজীব ঘোষকে (২৮) দুধে ভেজাল দেওয়ার সময় তাদের হাতে নাতে আটক করে।
এসময় ওই তিন গোয়াল গরুর দুধে ভেজাল দিতে জেলি, পানি ও তৈল মিশাচ্ছিল বলে জানা যায়। এ অপরাধে নির্বাহী ম্যাজিট্রেট মোঃ শরীফ নেওয়াজ ঘটনাস্থলে তাৎক্ষনিক মোবাইল কোর্ট বসিয়ে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন। ওই তিন গোয়াল দীর্ঘদিন ধরে দুধে ভেজাল মিশিয়ে ছানা তৈরী করে ওই ছানা দিয়ে শিশু খাদ্যসহ বিভিন্ন মিষ্টি তৈরী করে তা বাজারজাত করে আসছিলো বলে সূত্র জানায়। | উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শরীফ নেওয়াজ বলেন, গরুর দুধে ভেজাল মেশানোর অপরাধে ৩ ব্যাক্তিকে ১ লাখ টাকা করে, ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।