খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১০ সেপ্টেম্বর) বাদ যোহর দিঘলিয়া রহমানিয়া মাদ্রাসায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক অবক্ষয় রোধ, নৈতিক শিক্ষা বিস্তার এবং ইসলামের সঠিক দিকনির্দেশনা মানুষের কাছে পৌঁছে দিতে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরো বলেন, এ ধরনের সমাবেশ মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করতে সহায়ক হবে। জাতীয় ওলামা আইম্মা পরিষদের দিঘলিয়া শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সার্বিক সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ নুরুল হুদা সাজু সদস্য সচিব ওলামা ও সুধী সম্মেলন বাস্তবায়ন কমিটি। এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মুফতি আহমাদুল্লাহ সাহেব, মুফতি গোলামুর রহমান, মুফতি ফজলুল হক, মুফতি আশরাফুল ইসলাম, মুফতি বেলায়েত হোসেন আলহাজ্ব মাস্টার হাফিজুর রহমান, মাওলানা আসাদুজ্জামান হামিদি, মুফতি ইউছুফ আলী, মাস্টার জাফর সাদেক, রফিকুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন , ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি সালমান ফারসি,মো: মুরদুর রহমান, মো: জাহিদুল ইসলাম, মো: ছাদউল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন সমাবেশকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন এবং একইসঙ্গে শান্তিপূর্ণ ও ধর্মীয় চেতনামূলক সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।