দৈনিক খুলনা
The news is by your side.

দাম বাড়ছে মোবাইল ফোনের

94

আগামী অর্থবছরের বাজেটে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য আছে একটুখানি ধাক্কা—কমছে ভ্যাট অব্যাহতির সুবিধা! এর ফলে মোবাইল ফোনের দাম খানিকটা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা।

আজ সোমবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। জাতীয় সংসদ না থাকায় এবার বাজেট ঘোষণা হয়েছে টেলিভিশন ও রেডিও মারফত। বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটিই অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এবং দেশের ৫৪তম বাজেট।

বাজেট বক্তব্যে ড. সালেহউদ্দিন জানান, দেশে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন খাতে যে ভ্যাট অব্যাহতি ছিল, তা এবার কিছুটা কমানো হয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে, এই অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থাৎ সুবিধা কমলেও পুরোপুরি বন্ধ হচ্ছে না।

যদিও কত শতাংশ বা কত টাকা ভ্যাট অব্যাহতি কমানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি অর্থ উপদেষ্টা। ফলে মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর জন্য এটি এখনো একটি অপেক্ষার বিষয়।

অন্যদিকে, এবারের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা—যা আগের বছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বাজেট অনুমোদন পায়।

 

Leave A Reply

Your email address will not be published.