জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে শাটডাউন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার আদায়ে এসেছি। পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ন্যক্কারজনক। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষা কার্যক্রম চলবে না।”
দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী। কেউ কেউ রাস্তায় রাত কাটিয়ে সকালেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ক্লান্তি সত্ত্বেও কেউ আন্দোলন ছাড়েনি। শিক্ষার্থীদের হাতে পোস্টার, মুখে প্রতিবাদী স্লোগান।
চার দফা দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন, এবং ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা।
এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে। পুরো ক্যাম্পাস অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এই অবরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।