দাকোপ (খুলনা)প্রতিনিধি :“পরিষ্কার হাতে গড়ি নিরাপদ বিশ্ব — হাত ধোয়ার নায়ক হোন” এ প্রতিপাদ্যে বিষয় কে সমানে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করেছে দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
দিবসটি উপলক্ষে ১৫ অক্টোবর বুধবার সকালে দাকোপ উপজেলার চালনা এন সি ব্লু বার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীউর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা দিপ্পল বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি জনাব আসমত হোসেন তাঁর বক্তব্যে বলেন,”শুধু স্কুলেই নয়, প্রতিটি ঘরেই হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা দরকার। পরিষ্কার হাতে খাবার গ্রহণ ও দৈনন্দিন কাজের মাধ্যমে আমরা নানা সংক্রমণজনিত রোগ থেকে নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে পারি।”তিনি আরো বলেন “শিশুদের মধ্য দিয়ে হাত ধোয়ার অভ্যাস ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। এটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার অংশ নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্বও “শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর মাধ্যমে তাদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মানসিকতা তৈরি হয়। এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে আরও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।”
অনুষ্ঠানে এনজিও ডিএসকে-এর সহায়তায় শিক্ষার্থীরা সঠিকভাবে হাত ধোয়ার প্রদর্শনীতে অংশ নেয়। পরে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।তবে আয়োজকরা জানান, বিশ্ব হাত ধোয়া দিবসের এই আয়োজনের মাধ্যমে দাকোপে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।