দৈনিক খুলনা
The news is by your side.

দরিদ্র, দলিত জনগোষ্ঠীর উন্নয়ন ও কর্মসংস্থানে ইউসেপ ও পরিত্রাণের সমঝোতা চুক্তি স্বাক্ষর

29

খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানায় বসবাসরত দরিদ্র ও হতদরিদ্র দলিত/হরিজন জনগোষ্ঠীর কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি সংস্থা ইউসেপ বাংলাদেশ, খুলনা এবং পরিত্রাণ, তালা, সাতক্ষীরা-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার বিকেলে ইউসেপ বাংলাদেশ খুলনা অঞ্চলের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ইউসেপ বাংলাদেশের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান এবং পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসেপ খুলনা অঞ্চলের সোশ্যাল ইনক্লুশন ইনচার্জ নাসরিন আক্তার, টিম লিডার মোঃ আবু তাহের, টিভিইটি বিভাগের প্রধান খন্দকার তুহিন আলী, পরিত্রাণের কমিউনিকেশন ম্যানেজার আসাফুর রহমান কাজল, প্রোগ্রাম অফিসার মো. আলাউদ্দিন সরদার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক ও দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ ও আয়ের সুযোগ তৈরি করা সময়ের দাবি। ইউসেপ ও পরিত্রাণের এই যৌথ উদ্যোগ দলিত ও হরিজন সম্প্রদায়ের তরুণ-তরুণীদের আত্মনির্ভর করে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইউসেপ বাংলাদেশ একটি বেসরকারি, অলাভজনক প্রতিষ্ঠান যা ১৯৭২ সাল থেকে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে সংস্থাটি দেশের আটটি জেলায় ৩৫টি কারিগরি বিদ্যালয়, ১২টি টিভিইটি ইনস্টিটিউট, ৮টি পলিটেকনিক ইনস্টিটিউট ও ১২টি আউটরিচ সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করছে।

অন্যদিকে, পরিত্রাণ ১৯৯৩ সাল থেকে মানবাধিকার ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত একটি সংস্থা, যা প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, কর্মসংস্থান, জেন্ডার সমতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। সংস্থাটির সঙ্গে যুক্ত রয়েছে বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) একটি জাতীয় প্ল্যাটফর্ম যার আওতায় সারাদেশে ১টি জাতীয়, ৮টি বিভাগীয়, ৫৪টি জেলা, ২১৬টি উপজেলা ও ৮২০টি ইউনিয়ন কমিটি রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.