দৈনিক খুলনা
The news is by your side.

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ সাপোর্ট ডেভেলপমেন্ট সোসাইটির

33

খুলনা: হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সাপোর্ট ডেভেলপমেন্ট সোসাইটি। স্বাস্থ্যসেবা, শিক্ষা উপবৃত্তি, প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি দরিদ্র বিমোচন, বৈষম্য হ্রাস এবং প্রান্তিক জনগোষ্ঠীর আত্ম-কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

এ লক্ষ্যে শুক্রবার সকালে খুলনা নগরীর গগণ বাবু রোডস্থ কার্যালয়ে সাপোর্ট ডেভেলপমেন্ট সোসাইটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান ফিরোজ আল-মুজাহিদ এবং সঞ্চালনায় ছিলেন নির্বাহী পরিচালক মেরী রত্না।

সভায় বক্তৃতা করেন সংগঠনের ভাইস চেয়ারম্যান ফাবিহা ফিরোজ, সদস্য মো. মোশারফ হোসেন, রেজাউল করীম, আসাফুর রহমান কাজল, পিটার বাড়ৈ, মেরী সুইটি বাড়ৈ, তাসনিয়া খাতুন ও দোলোরেজ প্রিতিলতা বাড়ৈ প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৮ সালে খুলনায় প্রতিষ্ঠিত এই অলাভজনক বেসরকারি সংস্থা দীর্ঘদিন ধরে সমাজের প্রান্তিক মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তারা আরও জানান, ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সভা শেষে সংস্থার পক্ষ থেকে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে প্রান্তিক নারী ও শিশুদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও তাদের সহায়তা কর্মসূচি।

সামাজিক পরিবর্তনে বিশ্বাসী এই সংস্থার কর্মকাণ্ড যেন আরও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে—এমন প্রত্যাশা সভায় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Leave A Reply

Your email address will not be published.