দম্ভের কেদারা
–ফ, ম, হালিম
ক্ষমতার জোরে নেশার ঘোরে
মজলুমের উপর জুলুম করিয়া
শাসক রূপে শোষণ করো
যেন তুমি শুদ্ধি , শোধনাগার
নিজেকে ভুলে সৎকুল ছেড়ে
জন্যকে অন্য করে,পুণ্যে হও শূন্য।
শক্তের ভক্ত, যেন কদমাক্ত
চাটুকতায় সর্বদা,শক্তে তৈমাক্ত
নরমের বেলায় মরণের যম
যেন তুমি তেলসেকাটা বাইমমাছ
লুকিয়ে থাকে সে মৃত্তিকার তলে
আসিতে চায়না সহসা স্বচ্ছ জলে।
নেশায় দুলে নম্যকে দন্ডে ঝুলে
নেও তুমি শাসক, শোষণের পাঙ্গা
নিয়ম কানুনের জেলাপির প্যাচে
কড়া তেলে ভেজে চিনি শিরায় ঠাসা
দম্ভ করিয়া বুক টানে মেজাজ
পদমর্যাদা কঠোর রাখো চাঙ্গা।
হে পাপি তোমারি গরিমা তাপ-ই
তোমাকে-ই পুরিয়া করিবে ভাজা
কত পাপী?কত সুফি? আসে আর যায়
ভালো মন্দের কদম চিহ্ন জমিনে পড়ে রয়
যার পাপে সে ভুগিবে একা তার যুগে-ই
খবর চিরন্তন সত্যে নির্ভেজাল তাজা।
যে ক্ষমতার দম্ভে তুমি নিজ দৃষ্টে উকৃষ্ট
তোমাউচ্চ ক্ষমতা দন্ডে প্রমাণিত নিকৃষ্ট
রাজার সিংহাসন অর্জন মূলে প্রজার-ই অংশগ্রহণ
রাজ্যচ্যুত,সাজা,মরণ,জনতার বিদ্রোহী আন্দোলন
কি হবে মিছেমিলে বাড়িয়ে দম্ভের হিংসা কোন্দল
সদা সর্বদা সত্যের হকপথ,করিও অবলম্বন।
মজলুমের বদ দোয়া রদ নয় আনা
জানিবার পরেও কভু হয় না মানা
আসিবে দিন শুধিতে হইবে ঋণ
বাজীবে সত্যের, সত্যি শব্দবীন
বসিবে তোমার আচারের কাচারি
প্রস্তুত থেকো হে? কেদারাদম্ভে অত্যাচারী।