এবারও চোকার্স তকমা মোচন হলো না দক্ষিণ আফ্রিকার। এবারও গোটা টুর্নামেন্টে ছন্দ দেখিয়ে শেষে খেই হারালো প্রোটিয়ারা। ‘বি’ গ্রুপের সেরা হয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে পৌঁছা টেম্বা বাভুমারা ফাইনালে ওঠার লড়াইয়ে পরাস্ত হলো নিউজিল্যান্ডের কাছে। আজ লাহোরে প্রতিযোগিতাটির দ্বিতীয় সেমিতে কিউইদের কাছে ৫০ রানে হারলো সাউথ আফ্রিকা।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে রাচিন রবীন্দ্র ও কেইন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৩৬২ রান তোলে নিউজিল্যান্ড। আসরের সর্বোচ্চ টার্গেটের জবাবে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ৩১২ রান তুলতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা।
৩৬৩ রান তাড়ায় ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ১০০* রান করেন ডেভিড মিলার। ৬৭ বলের অপরাজিত সেঞ্চুরিটি ১০ চার ও ৪ ছক্কায় সাজান তিনি। ৬৯ রান পান রাসি ভ্যান ডার ডুসেন। ৬৬ বলের ইনিংসটি ৪ চার ও ২ ছক্কায় সাজান তিনি। অধিনায়ক টেম্বা বাভুমাও ফিফটি হাঁকান। ৭১ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি। এছাড়া এইডেন মারক্রাম ৩১, রায়ান রিকেল্টন ১৭ ও কাগিসো রাবাদা ১৬ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে ১০ ওভারে ৪৩ রানের খরচায় ৩ উইকেট নেন মিচেল স্যান্টনার। দুটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস। এক উইকেট পান মাইকেল ব্রেসওয়েল।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ২৩ বলে ৩ বাউন্ডারিতে ২১ রান করে আউট হন উইল ইয়ং। শুরুর ধাক্কা সামলে ২০৪ রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও কেইন উইলিয়ামসন। রাচিন ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রান করে আউট হলে ভাঙে এই জুটি। কেইন উইলিয়ামসন আউট হন ১০২ রানে। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চদশ সেঞ্চুরি হাঁকাতে ৯৪ বলে ১০টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
দুই সেঞ্চুরিয়ান ফিরলে নৈপুণ্য দেখান ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। দুই ব্যাটারই স্কোরবোর্ডে তোলেন ৪৯ রান। ৩৭ বলে ৪ চার ও ১ ছক্কা মেরে আউট হন মিচেল। আর ২৭ বলে ৬ চার ও ১ ছক্কার মারে অপরাজিত থাকেন ফিলিপস। এছাড়া মাইকেল ব্রেসওয়েল ১৬, টম ল্যাথাম ৪ ও অধিনায়ক মিচেল স্যান্টনার ২* রান করেন।
নিউজিল্যান্ডের ইনিংসে ১০ ওভারে ৭২ রানের খরচায় ৩ উইকেট নেন দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। দুটি উইকেট নেন কাগিসো রাবাদা। উইয়ান মুল্ডারের সংগ্রহ ১ উইকেট। সর্বোচ্চ ৭৯ রান দিয়ে কোনো উইকেট পাননি মার্কো ইয়ানসেন।
আগামী ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে শিরোপার লড়াই।