দৈনিক খুলনা
The news is by your side.

তিন স্তরে দাম কমছে ইন্টারনেটের

26

এবার তিন স্তরে ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা এসেছে। পাশাপাশি মোবাইল ইন্টারনেটের দাম কমাতেও বেসরকারি অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইন্টারনেট অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম তিনটি স্তরে মূল্য হ্রাস করবে। এর মধ্যে আইটিসি ও আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগেই আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব ধরনের সেবায় ১০ শতাংশ ছাড় দিয়েছে। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি ঘোষণা করেছে—এখন থেকে ৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট সংযোগ দেবে তারা। ঈদের দিন সরকারি অপারেটর টেলিটকও ১০ শতাংশ মূল্যছাড় চালু করেছে।

এই ধারাবাহিকতায় ফয়েজ আহমদ তিনটি বেসরকারি মোবাইল অপারেটরকেও মূল্যছাড়ে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে অপারেটরদের ডার্ক ফাইবার ও ডিডব্লিউডিএম সুবিধা দেওয়া হয়েছে। তাই এখন ইন্টারনেটের দাম না কমানোর কোনো যৌক্তিক কারণ নেই।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ চলমান মূল্যস্ফীতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনবে। পাশাপাশি গ্রাহকদের আর্থিক চাপও কমবে। তিনি বলেন, মোবাইল ইন্টারনেটের মান অনেক নিচু, অথচ দাম বেশি—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রাহকের স্বার্থেই এখন যৌক্তিক পদক্ষেপের সময়।

Leave A Reply

Your email address will not be published.