পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রী কলেজে ৩০ আগষ্ট শনিবার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তালা উপজেলা জামায়াত ইসলামের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।
উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি ।জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা জামায়াতের নায়েবে আমীর আ: মালেক, সহকারী সেক্রেটারি মাও. মাসুমবিল্লাহ, মাও. কবিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন, মাস্টার আমিনুর রহমান, আমিনুল ইসলাম, ইসলামকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, মাওলানা শফিকুল ইসলাম, হাফেজ শাহ আলম প্রমুখ।
কর্মশালায় নির্বাচনী প্রস্তুতি, সংগঠনের করণীয় এবং সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা নির্বাচন-সংশ্লিষ্ট দায়িত্বশীলতার গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন।