দৈনিক খুলনা
The news is by your side.

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজ আলম

120

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পাশাপাশি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

নাহিদ ইসলামের পদত্যাগের পর থেকেই নতুন উপদেষ্টা নিয়ে আলোচনা চলছিল। মাহফুজ আলমের নাম এ দায়িত্বের জন্য আগে থেকেই আলোচনায় ছিল।

মাহফুজ আলম ২০২৩ সালের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে এতদিন তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। অন্তর্বর্তী সরকার গঠনের পর ২৮ আগস্ট তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করা মাহফুজ আলম ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হিসেবে তিনি কাজ করেছেন।

আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগী হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ছাত্র ও নাগরিকদের যোগাযোগ রক্ষার দায়িত্বেও ছিলেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.