চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
জাতিসংঘ মহাসচিবের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
এই সফরের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
এদিকে, জাতিসংঘ মহাসচিবের সফর ঘিরে রাজধানী ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং মানবাধিকার বিষয়ক কার্যক্রম পরিদর্শন করবেন বলেও জানা গেছে। সফরকালে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করছে সরকার। তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত থাকবে।
এ সফরকে কেন্দ্র করে আগামী কয়েকদিন বিভিন্ন বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক কৌশলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।