দৈনিক খুলনা
The news is by your side.

ডুমুরিয়ার শাহাপুর বাজারে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সরকারি জমির উপর ৪তলা ভবন নির্মাণের অভিযোগ

47

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় শাহাপুর বাজারে এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি জবরদখল করে ৪তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাঁটিয়ে অবৈধভাবে তিনি সরকারি জমির উপর এ ভবন নির্মাণ করেন।

সরজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল হালিম গাজী ক্ষমতার প্রভাব খাঁটিয়ে শাহাপুর বাজারে পিছনের অংশে জেলা পরিষদ ও সামনের অংশে সড়কের জমির উপর একটি ৪তলা ভবন নির্মাণ করেন।

কিন্তু তিনি এভাবে সরকারি জমির উপর ভবন নির্মাণ করলেও সে সময় কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তবে বর্তমানে স্থানীয় লোকজন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি এভাবে সরকারি জমি জবরদখল করে ভবন নির্মাণ করা হলেও কর্তৃপক্ষ এখনও নিরব। এব্যাপারে আন্দুলিয়া গ্রামের বিল্লাল ফকির ও সুফিয়া বেগম বলেন, এভাবে একটি লোক অবৈধভাবে সরকারি জমি জবরদখল করে ৪তলা ভবন করেছে।

অথচ কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করলো না ভবনের মালিক আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম গাজী ভবনটি তার জমির উপর নির্মাণ করেছেন বলে দাবি করেন।

ডুমুরিয়ার থুকড়া অফিসের ইউনিয়ন ভূমি অফিসার নিলুফা ইয়াসমিন বলেন, সরকারি জমির উপর ভবন নির্মাণের বিষয়টি আমরা জানি। আমি সরজমিনে ঘটনাস্থলে গিয়েছিলাম এবং শাহাপুর বাজার বণিক সমিতির কমিটিকে একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পাওয়া মাত্রই আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন কবরো।

Leave A Reply

Your email address will not be published.