আন্তর্জাতিক মানের শিক্ষা দেয়ার অভিপ্রায়ে আন্দুলিয়ায় “সোনামুখ স্মার্ট একাডেমি” নামে একটি গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে এক মতবিনিময় সভা ও অত্যাধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বিকেলে আন্দুলিয়া ঈদগাহ ময়দানে মতবিনিময় সভায় ১১টি গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন। ডুমুরিয়ার ইতিহাস প্রণেতা বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রফেসর শেখ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম।
মান্যবর অতিথি হিসেবে আলোচনা করেন খুলনা নদার্ন ইউনিভার্সিটির প্রো-ভিসি ও ইন্টারন্যাশনাল প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান, অধ্যাপক ড. সন্দিপক মল্লিক, গ্রাফিক্স ডিজাইনার ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান ফিরোজ, ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, গাঙচিল প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্রকর খান আখতার হোসেন, খুলনা সাহিত্য সংসদের সেক্রেটারী সাইফুল ইসলাম মল্লিক, প্রফেসর হাফিজুর রহমান, মুফতি আঃ কাইউম জমাদ্দার, কবি ও সাহিত্যিক এস এম নূরুল ইসলাম, আনোয়ার হোসেন আকুঞ্জী, অধ্যাপক আঃ হান্নান, শিক্ষবিদ মাসুদ মামুদ, অধ্যপক আঃ হালিম, আঃ রব আকুঞ্জী, জি এম জিন্নাত আলী, অসীম কুমার সাহা প্রমুখ।
মতবিনিময় শেষে অতিথিবৃন্দ ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। সোনামুখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের স্কুলটিতে বাংলা, ইংরেজি, আরবি চর্চার পাশাপাশি বক্তৃতা, বিতর্ক, অবৃত্তি, খেলাধুলা, কম্পিউটার, আর্ট, সঙ্গীত শিখানো, মানবিক শিক্ষা প্রদান, ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা, স্কুলে সিসি ক্যামেরা সম্বলিত, শিক্ষক শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে।