ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া প্রতিনিধি। ডুমুরিয়ায় রেজিস্ট্রেশন বিহীন ওষুধ বিক্রয়, লাইসেন্স বিহীন ডাক্তারি কার্যক্রম পরিচালনা এবং অন্য প্রতিষ্ঠানের নামে চক্ষু সেবা প্রদান করার অপরাধে এক ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সদরে অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন দুপুরে উপজেলা সদরের চৌরঙ্গী মোড়ের অদুরে সাবেক ব্র্যাক আই ভিশন সেন্টারে অভিযান চালিয়ে মিকশিমিল এলাকার শহিদুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৪২) কে ব্র্যাক আই ভিশন প্রতিষ্ঠানের নামে চক্ষু সেবা প্রদান করার অপরাধে আটক করা হয়।
এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান রেজিস্ট্রেশন বিহীন ওষুধ বিক্রয়, লাইসেন্স বিহীন ডাক্তারি কার্যক্রম পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির কিরন বালা।