দৈনিক খুলনা
The news is by your side.

ডুমুরিয়ায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময়

76

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া-ফুলতলা (খুলনা-৫) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলি আসগার লবি’র পক্ষে খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ ডুমুরিয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। গতকাল দুপুর ১২ টার দিকে ডুমুরিয়া সদরে ধানের শীষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য শেখ সরোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক সজল, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান খান রুনু, খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, জেলা বিএনপির সদস্য শেখ সরোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, বিএম হাবিবুর রহমান হবি, গুটুদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মোনায়েম হোসেন, খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্যা, বিএনপি নেতা হামিদুর রহমান বাবু, সেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান রাসেল ও হাবিবুর রহমান শেখ, হায়দার আলী খান, জয়নাল আবেদীন প্রমুখ। নেতৃবৃন্দ সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের মনোনীত প্রার্থী আলি আসগার লবি’র পক্ষে কাজ করার নির্দেশ দেন।

Leave A Reply

Your email address will not be published.