দৈনিক খুলনা
The news is by your side.

ডুমুরিয়ায় উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

71

খুলনার ডুমুরিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমিন।

বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীস কুমার চক্রবর্তী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহসিনা ফেরদাউস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বাইজিদ আব্দুল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মোঃ মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমান, শেখ হেলাল উদ্দিন, হুমায়ূন কবির বুলু, জহুরুল হক, ডুমুরিয়া জোনাল অফিসের ডিজিএম সঞ্জয় রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা হাঁসি রাণী, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুস সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.