দৈনিক খুলনা
The news is by your side.

ডুমুরিয়ায় অল্পদিনেই আশার আলো দেখিয়েছে সাংবাদিক কল্যাণ সমিতি

5

রোববার দুপুরে সাংবাদিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এ কথা বলেন। সমিতির সিনিয়র সদস্য নয়াদিগন্ত ডুমুরিয়া প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জির সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় ইউএনও আরোও বলেন, যারা দুঃস্থ ও অসহায় সাংবাদিক রয়েছে তাদেরকে কিভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে সমিতি উদ্যোগী হতে হবে। তিনি কল্যাণ মূলক এই সংগঠনে উত্তরোত্তর ও সমৃদ্ধি কামনা করেন।

সাংবাদিক সুব্রত কুমার ফৌজদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল্লাহ বায়েজিদ, সমিতির নবনির্বাচিত সভাপতি কাজি আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আঃ লতিফ মোড়ল, ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহাজান জমাদ্দার, সাংবাদিক অরুন দেবনাথ, মাহাবুব রহমান, এস রফিকুল ইসলাম, শেখ আব্দুস সালাম, শেখ সিরাজুল ইসলাম, গাজী আব্দুল কুদ্দুস, সেলিম আবেদ, গাজী মাসুম, জিএম ফিরোজ, সাব্বির খান ডালিম, সুমন ব্রহ্ম, আশরাফুল আলম, গাজী নাসিম প্রমুখ।
প্রসঙ্গত, গত ২ বছরে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির তহবিলে ১০ লাখ টাকা জমা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.