দৈনিক খুলনা
The news is by your side.

ট্রেনের ৫ জুনের টিকিটের জন্য ২ কোটি ৯৭ লাখ হিট

79

ঈদুল আজহা উপলক্ষে চলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আগামী ৫ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ। সকাল ৮টায় শুরু হওয়া এই অনলাইন কার্যক্রমের প্রথম ৩০ মিনিটেই ২ কোটি ৯৭ লাখ হিট বা টিকিট কেনার চেষ্টা করেছেন পশ্চিমাঞ্চলের যাত্রীরা।

সোমবার (২৬ মে) সকালে বাংলাদেশ রেলওয়ের সূত্র এই তথ্য জানিয়েছে৷

তথ্য অনুযায়ী, আগামী ৫ জুন ঢাকা থেকে সারাদেশে যাতায়াতের জন্য ৩৩ হাজার ৯২৪টি টিকিট বরাদ্দ রাখা হয়েছে৷ এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রীদের জন্য ২৪টি ট্রেনে ১৬ হাজার ৫৭৬ আসন এবং পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য ২১টি ট্রেনে ১৭ হাজার ৩৪৮ টিকিট বরাদ্দ রাখা হয়েছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৪ হাজার ৫৮১ টি টিকিট বিক্রি হয়েছে।

আর সারাদেশে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮০৩ টিকিট। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিক্রি হয়েছে ২২ হাজার ৬৭৭ টিকিট।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৬ জুনের টিকিট ২৭ মে পাওয়া যাবে।

ঈদ পরবর্তী ফেরত যাত্রায় ৯ জুনের অগ্রিম টিকিট ৩০ মে পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন পাওয়া যাবে।

যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮ থেকে এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে দেওয়া হচ্ছে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.