দৈনিক খুলনা
The news is by your side.

ট্রাইব্যুনালে ৩ পুলিশ কর্মকর্তা

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা

69

ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় তিন সাবেক পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা পৌনে ১১টায় তাদের কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা হয়। অভিযুক্তরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

গত ৮ এপ্রিল প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল তাদের হাজির করার নির্দেশ দিয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ তাদের আদালতে তোলা হয়।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৫ আগস্ট, সাভারের আশুলিয়ায়। অভিযোগ অনুযায়ী, ওইদিন পুলিশ ছয় তরুণকে গুলি করে হত্যা করে এবং পরে মরদেহগুলো একটি পুলিশ ভ্যানে রেখে আগুন ধরিয়ে দেয়। ভয়াবহ এ ঘটনায় একজন তরুণ তখনো জীবিত ছিলেন। তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে ফেলা হয়।

চিফ প্রসিকিউটর জানিয়েছেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং প্রাথমিক তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়। বিষয়টি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়।

Leave A Reply

Your email address will not be published.