দৈনিক খুলনা
The news is by your side.

টাঙ্গাইলে জেমসের কনসার্টে জনস্রোত, মাতালেন নগর বাউল

30

বাংলা রক সংগীতের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমস টাঙ্গাইলে আয়োজিত এক কনসার্টে হাজারো দর্শক-শ্রোতাকে মাতিয়ে তুলেছেন। মঙ্গলবার রাতে শহিদ মারুফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (বিবিএফসি) উপলক্ষে বিশেষ ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জেমস।

‘দুষ্ট ছেলের দল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘দিওয়ানা’, ‘পাগলা হাওয়ার তোড়ে’, ‘বিজলী চলে যেওনা’ সহ একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে তিনি স্টেডিয়ামে সৃষ্টি করেন এক অনন্য আবহ। বিকেল থেকেই দর্শনার্থীদের ঢল নামে মাঠে ও আশেপাশের এলাকায়। টাঙ্গাইল ছাড়াও আশপাশের জেলা থেকেও জেমসের ভক্তরা ভিড় করেন স্টেডিয়ামে।

অনুষ্ঠানে পারফর্ম করেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের অন্যান্য ব্যান্ড শিল্পীরাও। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে বিবিএফসি আয়োজনটি করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও বিবিএফসি চ্যাম্পিয়নশিপের চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, মাহমুদুল হক সানু প্রমুখ।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশীয় শিল্পীদের প্ল্যাটফর্ম দিতে কাজ করছি। আমাদের লক্ষ্য—সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত আদর্শিক টাঙ্গাইল গড়ে তোলা।”

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানবীর আহমেদ বলেন, “মঞ্চে জেমস মানেই অন্যরকম উন্মাদনা। তার গান যেন জাদু ছড়ায়।” ষাটোর্ধ স্থানীয় বাসিন্দা আজগর আলী বলেন, “টাঙ্গাইলে এত বড় অনুষ্ঠান আর কখনো দেখিনি। হাজার হাজার মানুষ ছিল চারপাশে।”

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, “অনুষ্ঠান ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল। সামান্য কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”

 

Leave A Reply

Your email address will not be published.