নেশন্স লিগ ফাইনালের মঞ্চে যতটুকু নাটকীয়তা ও উত্তেজনা থাকার কথা, তার কিছুই কম ছিল না লিসবনে। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ের পরে গোল ব্যবধান সমান থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই জ্বলজ্বলে দৃঢ়তায় শিরোপা নিশ্চিত করে পর্তুগাল। স্পেনকে ৫-৩ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো নেশন্স লিগের শিরোপা ঘরে তোলে ক্রিস্টিয়ানো রোনালদোর দল—যা এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো কোনো দলের দ্বিতীয় শিরোপা জয়।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ২০২৩ সালের চ্যাম্পিয়ন স্পেন। ২১ মিনিটে মার্টিন জুবিমেন্ডির গোলে এগিয়ে যায় ‘লা রোহা’। তবে ৫ মিনিটের মধ্যেই সমতা ফেরান পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্ডেস, নিচু কোনাকুনি শটে স্কোরলাইন করেন ১-১। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও এগিয়ে যায় স্পেন—৪৫ মিনিটে লক্ষ্যভেদ করেন মিকেল ওয়ারজাবাল।
দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে নিজের ১৩৮তম আন্তর্জাতিক গোলটি করে পর্তুগালকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো। মেন্ডেসের ডিফ্লেক্টেড ক্রস থেকে ক্লোজ রেঞ্জে দুর্দান্ত ভলিতে গোলটি করেন তিনি।
তবে এরপর আর নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত সময়ে কোনো পক্ষই এগিয়ে যেতে পারেনি। খেলা চলে যায় টাইব্রেকারে।
সেখানে স্পেনের হয়ে আলভারো মোরাতা একমাত্র ব্যর্থ শটটি নেন—যা ঠেকিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক ডিয়েগো কস্তা। অন্যদিকে পর্তুগালের হয়ে পাঁচটি স্পট কিকেই গোল করেন গনকালো রামোস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্ডেস এবং রুবেন নেভেস।
ম্যাচের শেষ ভাগে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় রোনালদোকে। তবে সাইডলাইনে বসেই দলের বিজয় নিশ্চিত হওয়ার মুহূর্তে আবেগে ভেসে পড়েন এই মহাতারকা। শেষ স্পট কিকটি নেভেস জালে পাঠানোর পর সিআরসেভেনকে দেখা যায় অশ্রুসিক্ত আনন্দে মাঠের পাশে বসে পড়তে।