ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে বৈঠকে বসছে দুই পরাশক্তি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ রিয়াদে বৈঠকে বসেছেন। এই বৈঠককে দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হিসেবে দেখা হচ্ছে। বিবিসি এই খবর জানিয়েছে।
২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ চালানোর পর এটিই দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের আলোচনা। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে সম্মত হন। এরপরই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সৌদি সময় সকাল ১০টায় বৈঠক শুরু হয়।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এটি মূলত ‘প্রাথমিক পদক্ষেপ’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে রাশিয়া সত্যিই শান্তি আলোচনায় আগ্রহী কি না, তা যাচাই করা হবে। তবে এটি কোনো আনুষ্ঠানিক শান্তি আলোচনা নয়। অন্যদিকে, রাশিয়া বলছে, এই বৈঠকের প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনরুদ্ধার করা।
তবে এই আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পরিষ্কারভাবে জানিয়েছেন, তাদের বাদ দিয়ে হওয়া কোনো শান্তি চুক্তি তারা স্বীকৃতি দেবেন না।
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের কোনো প্রতিনিধিও এই বৈঠকে অংশ নিচ্ছেন না। গতকাল প্যারিসে ইউরোপীয় নেতারা এক জরুরি বৈঠকে বসেন। তারা জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে তাদের মতামত ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। তবে তাদের কথাকে খুব একটা আমলে নিচ্ছে না যুক্তরাষ্ট্র বা রাশিয়া।